1. admin@naldangabatra.com : admin :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন

পান খেলেই মাথা দিয়ে বেড় হয় ধোঁয়া

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
নাটোরের বাগাতিপাড়ায় এক বিচিত্র ঘটনা ঘটেছে। পান খেলেই গোলাম রব্বানীর নামের এক ব্যক্তির মাথা দিয়ে বেড় হচ্ছে ধোঁয়া। সম্প্রতি বিষয়টি আলোচনায় এসেছে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে।
২৬ বার পঠিত

পান খেলেই মাথা দিয়ে বেড় হয় ধোঁয়া

নিশাতুর রহমান,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ 

নাটোরের বাগাতিপাড়ায় এক বিচিত্র ঘটনা ঘটেছে। পান খেলেই গোলাম রব্বানীর নামের এক ব্যক্তির মাথা দিয়ে বেড় হচ্ছে ধোঁয়া। সম্প্রতি বিষয়টি আলোচনায় এসেছে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, যোগীপাড়া মোড়ে বসে পান খাচ্ছেন রাব্বানী। তার চারপাশে ভিড় করে আছেন অনেক মানুষ। দেখছেন মাথা দিয়ে কিভাবে ধোঁয়া বেড় হয়।রাব্বানী জানান, কাঁচা সুপারি দিয়ে পান খেলেই শরীর ঘেমে তার মাথা দিয়ে ধোঁয়া বেড় হয় প্রায় ৭-৮ বছর থেকে। প্রথম দিকে বিষয়টি নিয়ে ভাবনায় পড়েলেও কোনো অসুবিধা পড়তে হয়নি। স্থানীয়রা মাথা থেকে ধোঁয়া বেড় হওয়া দেখার জন্য তাকে অনেকে পান কিনে খাওয়ান।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানুর রহমান সাংবাদিকদের বলেন, কাঁচা সুপারি দিয়ে পান খেলে মানবদেহে বেশি এনার্জি তৈরি হয়। তার জন্য অতিরিক্ত ঘাম হয়। শীতকালে বেশি খেলাধুলা করলে ঘামের সঙ্গে সঙ্গে মাথা দিয়ে ধোঁয়ার মতো বাষ্প বের হয়। এ ঘটনাটিও তেমনই। এটি একটি স্বাভাবিক ঘটনা বলে তিনি মনে করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park