1. admin@naldangabatra.com : admin :
সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন পাবিপ্রবি এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না কিন্তু এর বিকল্প পদ্ধতি চাই : রংপুরে জি.এম কাদের নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা! প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ফাঁসির দাবি জানিয়েছে রংপুর আওয়ামী লীগ। হবিগঞ্জের বানিয়াচংয়ে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। হবিগঞ্জের বানিয়াচংয়ে ব্যারিস্টার সুমনের ফুটবলের দলকে হারিয়ে দিলো এডঃ রুয়েলের দল। পাবনায় পুলিশের ওপর হামলার অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৬ পাবনায় পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু নওগাঁর আত্রাইয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

কাপ্তাই হ্রদে উচ্ছেদ অভিযানে বাঁধার মুখে জেলা প্রশাসন!

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
কাপ্তাই হ্রদের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে অসংখ্য অবৈধ স্থাপনা। এসব স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় এলাকাবাসীর বাঁধার সম্মুখীন হয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শহরের শান্তিনগর এলাকায় বুলডোজার দিয়ে ৩টি দোকান গুঁড়িয়ে দেওয়ার পর স্থানীয় বাসীন্দাদের বাঁধার মুখে ওই অভিযান বন্ধ করা হয়।
৩৭ বার পঠিত

কাপ্তাই হ্রদে উচ্ছেদ অভিযানে বাঁধার মুখে জেলা প্রশাসন!

রাঙ্গামাটি প্রতিনিধি
কাপ্তাই হ্রদের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে অসংখ্য অবৈধ স্থাপনা। এসব স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় এলাকাবাসীর বাঁধার সম্মুখীন হয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শহরের শান্তিনগর এলাকায় বুলডোজার দিয়ে ৩টি দোকান গুঁড়িয়ে দেওয়ার পর স্থানীয় বাসীন্দাদের বাঁধার মুখে ওই অভিযান বন্ধ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা বিনতে আমিন। এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা বেগম, রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম খান, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানে দেখা গেছে, সকাল ১১টার দিকে শহরের ফিশারী ঘাট সংলগ্ন শান্তিনগর এলাকায় কাপ্তাই হ্রদের তীরে গড়ে ওঠা অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। অবৈধ ৩টি দোকান উচ্ছেদের পর এলাকাবাসী উচ্ছেদ অভিযান বন্ধ করতে অনুরোধ জানান। একপর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে উচ্ছেদ অভিযানকারীদের বাঁধা দিয়ে বিক্ষোভ করেন। এতে লোকজনের বাঁধার মুখে উচ্ছেদ অভিযান বন্ধ রাখে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, কাপ্তাই হ্রদে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান চলামন প্রক্রিয়া। গতকালও আসামবস্তীতে উচ্ছেদ করেছি এবং আজকেও আমরা ফিশারী ঘাট এলাকায় উচ্ছেদ প্রক্রিয়ায় অংশ নিই। আমরা চেষ্টা করছি যাতে লোকজনের যানমালের ক্ষতি না হয়। অবৈধ দখলদারদের যেভাবে পারি সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটি চলমান প্রক্রিয়া এবং অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মহামান্য হাইকোর্ট আমাদেরকে রুল জারি করেছে। কয়েকদফা নির্দেশনার মধ্যে রয়েছে কাপ্তাই হ্রদের অবৈধ দখল উচ্ছেদ। আমাদের কার্যক্রম চলমান রয়েছে। গতকালও উচ্ছেদ কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা স্থানীয়দের বাঁধার সম্মুখীন হতে হয়েছে। আজকেও একই অবস্থা। মহামান্য হাইকোর্টের আদেশ আমাদের জন্য অবশ্যই পালনীয়। এসময় সকলের সাথে আলাপ করে পরবর্তী অভিযানের সিদ্ধান্ত ঠিক করা হবে বলে সাংবাদিকদের জানান জেলা প্রশাসক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park