1. admin@naldangabatra.com : admin :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-পরিচালক হলেন, নিকছন চন্দ্র পাল

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-পরিচালক হয়েছেন। পদোন্নতি জনিত কারণে তাকে লালমনির হাট জেলার বুড়িমারি স্থল বন্দরের উদ্ভিদ সংগ নিরোধ কেন্দ্রে পদায়িত করা হয়েছে।
২০ বার পঠিত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-পরিচালক হলেন, নিকছন চন্দ্র পাল
এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-পরিচালক হয়েছেন। পদোন্নতি জনিত কারণে তাকে লালমনির হাট জেলার বুড়িমারি স্থল বন্দরের উদ্ভিদ সংগ নিরোধ কেন্দ্রে পদায়িত করা হয়েছে।
জানা গেছে, বিসিএস ক্যাডারের নিকছন চন্দ্র পাল গত ২৮ মে’২০১৫ বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা (চলতি দায়িত্বে)¡ যোগদান করে ১৯ সেপ্টেম্বর’১৬ পর্যন্ত সেই পদে ছিলেন। আবার উপজেলা কৃষি কর্মকর্তা হিসাবে ২০ সেপ্টেম্বর’২০১৬ থেকে ২০২৩ সালের জানুয়ারী পর্যন্ত কর্মরত ছিলেন। নিকছন চন্দ্র পাল একজন সৎ, ন্যায় নিষ্ঠাবান ও সদালাপী ব্যক্তিত্ব হিসাবে নিজেকে প্রষ্ফুটিত করে তোলেন এবং কৃষক থেকে শুরু করে সকল শ্রেণির মানুষের সাথে বন্ধুসুলভ ব্যবহারের মাধ্যমে বিরামপুর এলাকার সকলের হৃদয়ের মনিকোঠায় ঠাঁই করে নিয়েছেন। বিরামপুরে কর্তব্যরত কালে তিনি মানুষের শ্রদ্ধা ভালবাসায় সিক্ত ছিলেন। তার পদোন্নতিতে শুভাকাঙ্খীরা পুলকিত হলেও বিরামপুর থেকে বিদায় দিতে শুভান্যুধায়ীরা হৃদয়ে মোচড় অনুভব করছেন এবং অশ্রুসিক্ত হয়ে উঠেছেন। অতিরিক্ত উপ-পরিচালক নিকছন চন্দ্র পাল তার নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং নিজের ও পরিবার পরিজনের জন্য সকলের দোয়া কামনা করেছেন
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park