বিরামপুরে ১৭.২৮০ লিটার ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ী আটক
এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- (২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকায় বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্তর নির্দেশনায় দিনাজপুরের বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর গ্রামের কাঁচা রাস্তার পার্শ্বে লাইলী বেগম এর বসতবাড়ির ভিতর আঙ্গিনা হতে মাদক ব্যবসায়ী আলম মিয়ার হেফাজতে থাকা ৯৬পিছ প্যাকেট Officer’s Choice Deluxe Whisky ভারতীয় মদ (প্রতিটি প্যাকেটের ওজন 180 ml) সর্বমোট ওজন ১৭.২৮০ লিটার সহ তাকে হাতে নাতে আটক করে।
আটককৃত আলম মিয়া বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর গ্রামের মৃত আকন্দের ছেলে।এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-০১, তাং-০২/০২/২০২৩ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) রুজু করা হয়েছে। উদ্ধারকারী অফিসার এসআই/মোঃ মিজানুর রহমান ও সঙ্গীয় অফিসার ফোর্স। ওসি সুমন কুমার মহন্ত বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন। অভিযান চলমান আছে। সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা