৩৫ বার পঠিত
খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে- এমপি প্রিন্স।
মাসুদ রানা, পাবনা জেলা প্রতিনিধিঃ-
পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন,আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে। শনিবার দুপুরে পাবনা সদর উপজেলার দোগাছি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
পরে সকল অতিথি বৃন্দদের সাথে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন তিনি। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি এডভোকেট খন্দকার আব্দুর রকিব’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেনহাজ উদ্দিন, দোগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু খান মোস্তফা বাচ্চু, দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হাসান, ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ,পাবনা জজকোর্টের পি পি এডভোকেট খন্দকার আব্দুল জাহিদ রানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমত বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি , জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফিরোজ খান, সহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।