1. admin@naldangabatra.com : admin :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:১৪ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে পাগলা কুকুরের কামড়ে ১৫ শিশু হাসপাতালে

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
পাবনার ঈশ্বরদীতে একটি পাগলা কুকুরের কামড় খেয়ে এক দিনে অন্তত ১৫ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে কুকুরটি আক্রমণ করেছে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। পাগলা কুকুরকে আটক করতে গ্রামে তল্লাশি চালাচ্ছে তারা।
৪৪ বার পঠিত
পাবনার ঈশ্বরদীতে পাগলা কুকুরের কামড়ে ১৫ শিশু হাসপাতালে!
মাসুদ রানা, পাবনা জেলা প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে একটি পাগলা কুকুরের কামড় খেয়ে এক দিনে অন্তত ১৫ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে কুকুরটি আক্রমণ করেছে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। পাগলা কুকুরকে আটক করতে গ্রামে তল্লাশি চালাচ্ছে তারা।
শুক্রবার রাত ৯টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আহত শিশুরা হলেন আনিকা খাতুন (৩), মাহাদি (৯), আল আমিন (৩), মোরসালিন (৪), আদিয়ান (৩), তানভিরসহ (৬) অন্তত ১৫ শিশু।
ঘটনার প্রত্যক্ষদর্শী খোকন বলেছেন, বাড়ির পাশে ময়দানে খেলাধুলা করার সময় হঠাৎ এই কুকুর কামড় দিয়েছে শিশুদের। কুকুরটির মুখ দিয়ে লালা ঝরছিল।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম বলেন, কুকুরের কামড়ে এক দিনে অনেক রোগী এসেছেন। তাঁরা ভুক্তভোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। কয়েকজনকে হাসপাতালে বিনা মূল্যে জলাতঙ্ক রোধে টিকা দেওয়া হয়। ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হোসাইন বলেন, একটি কুকুরই সবাইকে কামড় দিচ্ছে। আমরা কুকুরটিকে ধরার চেষ্টা করছি। সম্ভবত কুকুরটি পাগল হয়ে গেছে।
সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা জানান, ইদানীং এই গ্রামে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ দেখা যাচ্ছে। ভোর থেকে শুরু হয় কুকুরের উৎপাত। স্কুলগামী শিশু এবং নারীরা কুকুরের ভয়ে আতঙ্কগ্রস্ত থাকেন।
Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park