ইসলামপুর নবনির্মিত কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা ও এতিমখানায় বরাদ্দা প্রদানের আশ্বাস দিয়েছেন ক্যাঅংপ্রু মারমা।
উচ্চপ্রু মারমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-
বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের হাকিম টিলায় নবনির্মিত ইসলামপুর কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা ও এতিমখানা ইসলামপুর নবনির্মিত কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা ও এতিমখানায় পানির জন্য মোটর , শ্রেণী কক্ষে ছাত্রীদের বসার লোবেঞ্চ ও সামনে মাটি ধরে রাখার জন্য একটি গাইডওয়াল নির্মাণ করে দেওয়ায় আশ্বাস প্রদান করেছেন রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাঅংপ্রু মারমা।
রবিবার (১২ জানুয়ারি) সকালে ফিতা কেটে শুভ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ সলিমুল্লাহ , মাওঃ মোঃ কামাল উদ্দিন, মাওঃ আব্দুল গফফার হাওলাদার, মাওঃ মোঃ ওমর ফারুক, মাওঃ মোঃ সাইফুল ইসলাম, মাওঃ মোঃ নাজিম উদ্দিন, মাওঃ মোঃ আব্দুল কাদের, মাওঃ মোঃ রাসেদুল হক, ইউপি সদস্য বাদশা আলমঙ্গীর, ইউপি সদস্য এমদাদুল হক মিলন, সাবেক ইউপি সদস্য শামসুল আলম, জয়নাল আবেদীন, শহিদুল ইসলাম, মোঃ শাহেবালী খোকা, কারবারি আব্দুল হাকিম সরদার, আব্দুল জলিল মোড়ল,ছাত্তার আকন্দ, মিজানুর রহমান,আকবর আলী, ইসহাক সওদাগর, মোঃ মজিবুর রহমান, নুরুল আলম পলাশ প্রমুখ।নবনির্মিত ইসলামপুর কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসাটি কাতার প্রবাসীর অনুদানে এক একর যায়গা ক্রয় করে নির্মাণ করে দিচ্ছেন বলে জানান।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা