গাইবান্ধার পলাশবাড়ীর পেপুলীজোড় মাজার প্রাঙ্গনে ১২০ তম পবিত্র ওরশ মাহফিল অনুষ্ঠিত
আমিরুল ইসলাম কবির, স্টাফ রিপোর্টার, গাইবান্ধাঃ-
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের পেপুলীজোড় খন্দকার সাহেবের মাজার মসজিদ ও নুরানী এতিমখানা প্রাঙ্গনে ১২০ তম ওরশ শরিফ ও ওয়াজ মাহফিল গত ১২ ফেব্রুয়ারি রবিবার রাতে অনুষ্ঠিত হয়।
পূর্ব গোপালপুর ঈদগাহ মাঠের খতিব মাওলানা মাওলানা মুহাঃ আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং মহদীপুর ইউপি চেয়ারম্যান ও পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুহাঃ তৌহিদুল ইসলাম মন্ডল। প্রধান মেহমান হিসেবে ওয়াজ নসিহত করেন,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা জামে মসজিদ এর খতিব ( এমএ কামিল তাফসির বিভাগ) মাওলানা আবদুর সামাদ আজাদী। আরো বয়ান পেশ করেন,পেপুলীজোড় খন্দকার সাহেবের মাজার ও মসজিদের খতিব মৌলভী মুহাঃ শহিদ মিয়া, আমলাগাছী হাইস্কুলের মৌলভী শিক্ষক মাওলানা মুহাঃ আবদুল গফুর আনসারী ও স্থানীয় ওলামায়ে কেরাম বৃন্দ।
রাত প্রায় একটা পর্যন্ত এ মাহফিলে বিভিন্ন এলাকার অসংখ্য নারীপুরুষ অংশ গ্রহণ করেন। শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা প্রধান মেহমান আবদুর সামাদ আজাদী।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা