৩৯ বার পঠিত
বীরমুক্তিযোদ্ধা স্মরণ সভা উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কণপ্রতিযোগিতা অনুষ্ঠিত
মাসুদ রানা, পাবনা জেলা প্রতিনিধিঃ-
পাবনার ঈশ্বরদীর প্রাচীন এবং ভাষা সংগ্রামীর নামে প্রতিষ্ঠিত মাহবুব আহমেদ খান স্মৃতি মঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদ জানাতে এবার সেই ভাঙা মঞ্চের সামনে একজন বীর মুক্তিযোদ্ধার নাগরিক স্মরণসভা করেছে ঈশ্বরদী নাগরিক কমিটি। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিন ব্যাপি নানা কর্মসূচীও পালন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর মৃত্যুতে নাগরিক স্মরণসভা উপলক্ষ্যে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপি এসব আয়োজন শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয় শিশুদের মাঝে। নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান কামালের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাক আহমেদ কিরণের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। বক্তব্য দেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম. ইমরুল কায়েস, অধ্যাপক উদয় নাথ লাহিডী, অধ্যাপক আবুল কালাম আজাদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়কারীর আ.ত.ম শহিদুজ্জামান নাসিম, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. কুয়াশা মাহমুদ, থানার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার, ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী ই.ম. শহীদুল ইসলাম, স্বজন সমাবেশের সভাপতি আফছার আলী প্রমুখ।