৫৯ বার পঠিত
আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের নবীন বরণ ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠিত
মাসুদ রানা, পাবনা জেলা প্রতিনিধিঃ–
পাবনার আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের নবীন বরণ ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় আয়োজিত নবীন বরণ ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়েন সভাপতি আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু।
উক্ত নবীন বরণ অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান।
এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান টুটুল, ওসি তদন্ত হাসান বাশির, কাউন্সিল নিরোদ কর্মকার নিরু, প্রভাষক জুলফিকার ইসলাম সাগর, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র লীগের সভাপতি খাইরুল হাসান নাসিম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ সহ কলেজের শিক্ষক/ শিক্ষিকা, ছাত্র/ ছাত্রী, এলাকার সুধিজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম রাজু। অনুষ্ঠান শেষে গান গেয়ে দর্শক মাতান ক্লোজ আপ সেরা শিল্পী সুমনা।