বিরামপুরে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী
এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ- ২৩শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের রেলগেট সাব রেজিষ্টার অফিসের সামনে বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলীর পারিবারিক কবরস্থানের পাশ্বে মসজিদের ছাদ ঢালাই এর শুভ উদ্বোধন করেন পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী।
মসজিদের ছাদ ঢালাই উদ্ধোধনকালে বিশিষ্ট ব্যবসায়ী মনসুর আলী মন্ডল, আব্দুল কাফি, আব্দুর রাজ্জাক, জাহিদুল আলম প্রিন্স ও এলাকার সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী বলেন- মসজিদটি নির্মাণ হলে এই এলাকার ও আশেপাশের অনেক লোকজন নামাজ আদায় করতে পারবেন। তিনি আরো বলেন এখানে মসজিদ না থাকাই দূর দূরান্তর লোকজন ও স্থানীয়রা নামাজ আদায় করতে পারতেন না।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা