গাইবান্ধার সাদুল্লাপুরের জমিদার বাজারে দীর্ঘদিন ধরে বালু খেকো সুমনের বালু উত্তোলন বন্ধ হয়নি!
আমিরুল ইসলাম কবির, স্টাফ রিপোর্টার, গাইবান্ধাঃ-
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৭নং ইদিলপুর ইউনিয়নের জমিদার বাজার সংলগ্ন.. বসতবাড়ি ঘেঁষা তিন ফসলি জমি থেকে দীর্ঘদিন ধরে মেশিন দিয়ে বালু উত্তোলন করে ব্যবসা করছে একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে বালু খেকো সুমন..।
এলাকাবাসীর অভিযোগে সরেজমিনে ঘটনাস্থলে যেয়ে এর সত্যাতা মেলে। এ ব্যাপারী এলকাবাসী একাধিকবার নিষেধ করার পরও তার অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়নি। তার নাকি বালু তোলা কেউ কখনো বন্ধ করতে পারবে না বলে আস্ফালন করেন। আর এ বালু উত্তোলনের ফলে এলাকার বসতবাড়ি, বিভিন্ন স্থাপনা, আবাদী জমি, রাস্তাঘাট ও ব্রীজ কার্লভার্ট হুমকির মুখে পরিবেশ হুমকির মুখে। এ ব্যাপারে ভুক্তভোগী এলাকাবাসী,সচেতন অভিজ্ঞমহল বালু উত্তোলন কারী সুমনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা