নলডাঙ্গায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ–
❝ পুষ্টি, মেধা, দরিদ্র বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন ❞ এই লক্ষ্যে নাটোরের নলডাঙ্গায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এডিডিপি)’র সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটোনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন ডাকবাংলো মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও মেলার সভাপতি রোজিনা আকতার মেলার শুভ উদ্বোধন করেন।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ভেটেরিনারি সার্জন ডাঃ রাকিবুল হাসান সুজন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর আলী, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী, নলডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান সহ প্রমূখ।
দিনব্যাপী প্রদর্শনীতে মোট ২৩টি স্টল অংশগ্রহণ করে। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার কবুতর, ষাড় গরু, গাভি/গরু, মহিষ, ছাগল, হাঁস-মুরগি,পাখি প্রদর্শন করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা