মাসুদ রানা, পাবনা জেলা প্রতিনিধিঃ-
পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহাসিক বাহি শিক্ষা প্রতিষ্ঠান একদন্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ২৬ ফেব্রুয়ারী) সারাদিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা ও বিচিত্রা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক একদন্ত ইউপি চেয়ারম্যান ও একদন্ত উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইসমাইল সরদার।
প্রধান শিক্ষক মনিরুজ্জামানের আমন্ত্রণে উক্ত ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা মো: রোস্তম আলী হেলালী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী, ধঊধএকাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, একদন্ত উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজেডএম আব্দুল জলিল প্রামানিক, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল,
ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ।
উক্ত ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষক / শিক্ষকা, ছাত্র ছাত্রী এলাকার সুধিজন উপস্থিত ছিলেন। ক্রীড়া পরিচালনায় ছিলেন শিক্ষক শরিফুল ইসলাম, সেলিম হোসেন, রবিউল ইসলাম, ইসরাইস হোসেন, বিলকিস খাতুন, নমিতাগুহ। ধারা বর্ণনায় ছিলেন শিক্ষক মনিরুল ইসলাম, মাসুদ রানা।
৩৫টি ইভেন্টের মধ্যে দিয়ে একদন্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিচিত্রা অনুষ্ঠান সমাপ্ত ঘটে।