বড়াইগ্রামে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত১ আহত-১
সুরুজ আলী,বিশেষ প্রতিনিধিঃ-
নাটোরের বড়াইগ্রামে অবৈধ মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে ও একজন আহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে বনপাড়া হারোয়া এলাকায় আফতাব খাঁ মোড় ব্রিজ এলাকায় বনপাড়া-লালপুর সড়কে এই দৃর্ঘটনায় ঘটে।
নিহত লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে সুর্যু। তিনি পেশায় রাজমিস্ত্রী।
এ ঘটনায় আহত ওয়াহাব হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেলে লালপুর থেকে বনপাড়ায় উদ্দেশ্যে আসছিলেন সুর্যু ও ওয়াহাব।বনপাড়া হারোয়া এলাকায় আলতাব খাঁ মোড় ব্রিজ এলাকায় আসলে পেছন থেকে মাটিবাহী অবৈধ ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুর্যুর মৃত্যু হয়, গুরুতর আহত হন ওয়াহাব। স্থানীয়রা ওয়াহাবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিউল আযম জানান , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের লাশ, ট্রাক্টর ও মোটর সাইকেলটি উদ্ধার করে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। ট্রাক্টরের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা