পুঠিয়ার উপজেলার সহকারী কমিশনার ভূমি আরাফাত আমানের বিরুদ্ধে অভিযোগ!
মোঃ জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি আরাফাত আমানের বিরুদ্ধে রাস্তা সংস্কারের কাজে ব্যবহারকৃত স্কেবেটর ভাংঙ্গচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমির বিরুদ্ধে রাজশাহী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে স্কেবেটরের মালিক বাগমারা উপজেলার চান্দুরা মরাঘাটি গ্রামের ডালিম।
অভিযোগ সূত্রে জানা গেছে, স্কেবেটরের মালিক বাগমারা উপজেলার চান্দুরা মরাঘাটি গ্রামের ডালিমের ভাড়াকৃত স্কেবেটার হরিয়ান বাইপাস হতে মাহেন্দ্রা হয়ে দূর্গাপুর পর্যন্ত রাস্তা সংস্কার কাজের জন্য মাহেন্দ্রা গ্রামে একটি প্রজেক্টে কাজে ব্যবহারের জন্য রাখা হয়। রোববার সন্ধ্যা ৬ টার দিকে সহকারী কমিশনার ভূমি আরাফাত আমানসহ তার সহযোগীদের সঙ্গে নিয়ে প্রজেক্টে গিয়ে সেখানে রাখা স্কেবেটর গাড়ি ভাংচুর করে। এসময় গাড়ীর তেলের ট্যাংকিতে বালু দিয়ে অকেজো করে ফেলে। এছাড়া গাড়ির ব্যাটারী এবং হাইড্রোলিক কন্ট্রলারসহ ইঞ্জিলের ব্যাপক ক্ষতি করে।
এসময় মাহেন্দ্রা গ্রামের লোকজন তাদের গাড়ি ভাঙ্গার বিষয় জানতে চাইলে তিনি এলাকাবাসীর সাথে উগ্র হয়ে গালিগালাজ করে। এ কারণে কেউ কিছু বলার সাহশ পাইনি। এসময় এ্যসিল্যান্ড হুমকি দিয়ে বলেন, সরকারী কাজে বাধা প্রদান করলে মামলা দেয়া হবে। গড়ির মালিকের দাবি স্কেবেটারটি ভাংচুর করার ফলে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
বিষয়টি সঠিক ভাবে তদন্ত করে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি আরাফাত আমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য দাবি জানান গাড়ির মালিক।
স্কেবেটার গাড়ির মালিক সাংবাদিকদের জানান, ক্ষমতার অপব্যবহার করে তিনি গাড়ি ভাঙ্গচুর করেছেন। গাড়ি দিয়ে যদি পুকুর খনন বা পুকুর ভরাটের কাজ করতাম তাহলে তিনি মামলা বা গাড়ি জব্দ করতে পারতেন। গাড়িটি ওই খানে রাখা ছিল মাত্র। কিন্তুু তিনি ক্ষমতার অপব্যবহার করে গাড়ি ভাংচুর করেছেন। তার বিরুদ্ধে সঠিক বিচার চাই।
এ বিষয় পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি আরাফাত আমানের মুঠো ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা