২২ বার পঠিত
আটঘরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফের যৌথ আয়োজনে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা
পাবনা প্রতিনিধিঃ- পাবনার আটঘরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফের যৌথ আয়োজনে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) উপজেলা পরিষদ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন। উপজেলা একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মোঃ রোকনুজ্জামান। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশ নেয়।