তাহেরপুর বাজারে শিলা ফার্মেসিতে গোপনে সিন্ডিকেট করে ওষুধ বিক্রি অভিযোগ!
মোঃ জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী বাগমারা তাহেরপুর বাজারে একজন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের ঔষধ গোপন ভাবে বিক্রি করার অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগ সূত্রে জানা গিয়েছে শিলা ফার্মেসিতে রেখে সিন্ডিকেট করে সাধারন রোগীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। তাহেরপুর বাজারে শিলা ফার্মেসিতে ছাড়া আর কোন দোকানদারকে সে সিনকাটন সিরাপ দেওয়া হয় না, ডাক্তার লিখলে রোগীরা ছাড়া দেওয়া হয় না, কারণ তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে পারে,যখন এই ওষুধ ডাক্তার লিখে রোগীকে প্রেসিশন দেয়। তখন রোগীর গার্জেন দোকানে গিয়ে খোঁজাখুঁজি করে কিন্তু কোন দোকানে পাই না শুধু শিলা ফার্মেসি ছাড়া আর তারা তখন রোগীর গার্জেন থেকে বাজার থেকে বেশি অংকের টাকা আদায় করে,এই অসাধু ব্যবসায়ী মো: তরিকুল ইসলাম , বাঘা, চারঘা , টদীর্ঘদিন ধরে চালিয়ে আসতেছে বলে জানা গিয়েছে,অন্য কোন ফার্মেসির মালিক চাইলে সে এই ওষুধ বিক্রি করেন না শুধু শিলা ফার্মেসি ছাড়া।
অভিযোগ কারী মো: খাইরুল ইসলাম বলেন অনেক রোগী এসে আমাদের কাছে এই সিরাপটা চাই কিন্তু আমরা দিতে পারি না, কারণ সে আমাদের কাছে এই সিরাপটা বিক্রি করে না , শুধু আমার কাছে নয় এ বাজারে আরো অনেক দোকান আছে কারো কাছে সে বিক্রি করে না শুধু শিলা ফার্মেসি ছাড়া
আর সে ওখান থেকে সিন্ডিকেট করে গোপন ভাবে বিক্রি করে।
তাই প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এটার যেন সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করে, কারণ সে গরিব দুঃখী অসহায় মানুষের কাছ থেকে এইভাবে আর কারো কাছ থেকে টাকা না নিতে পারে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা