ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন রোভার-হুমায়ুন রশিদ
নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের রোভার মেট রোভার হুমায়ুন রশিদ।স্কাটউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদন করে বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার, ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণ, ইত্যাদি কাজে আত্মনিবেদন করায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করে। তিনি এই ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেন।
গত বৃহস্পতিবার (১৬ মার্চ) নাটোরের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউট নাটোর জেলার সভাপতি শামীম আহমেদ এই অ্যাওয়ার্ড তুলে দেন। অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছসিত হয়ে বাংলাদেশ স্কাউট ও নাটোর জেলা রোভারকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমার অনেক ভালো লাগছে,ভালো কাজের ফলাফল সব সময় ভালোই হয়। আমি বিভিন্ন সময়ে নাটোর জেলায় দুর্যোগের সময় স্কাউটের ত্রান সংগ্রহ করেছি এবং শীতবস্ত্র বিতরণ করেছি, সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি । ভবিষ্যতে আমি এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা