৩৮ বার পঠিত
পাবনায় ১৬০ কেজি জাটকা জব্দ, আটক ১
মাসুদ রানা, পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া থেকে ইসহাক বিশ্বাস (৫৫) নামের এক মাছ বিক্রেতাকে আটক করেছে আমিনপুর থানা-পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১৬০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার সকালে কাশিনাথপুর বাজারে এ অভিযান চালানো হয়।
আমিনপুর থানা সূত্র জানায়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিন একটি চক্র যমুনা নদীতে জাটকা শিকার করে গোপনে স্থানীয় কাশিনাথপুর বাজারে বিক্রি করে আসছিল। এমন অভিযোগের সূত্র ধরে আজ সকালে পুলিশ অভিযান চালায়। তখন এক মাছ বিক্রেতাকে আটক করা হয়। জব্দ করা হয় ১৬০ কেজি জাটকা।
পরে আটক ব্যক্তিকে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলীর আদালতে হাজির করলে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং জব্দ করা জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়।