লোহাগড়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠিত।
খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লোহাগড়া উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শিক্ষার্থীদের কুচকাওয়াজে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুহূর্ত প্রদর্শন।
রোববার (২৬ মার্চ) সকালে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বাধীনতার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মুহূর্তটি প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আজগর আলী, লোহাগড়া উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল হামিদ,লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল ভূঁইয়াসহ উপস্থিত ছিলেন সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেত্রীবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষ।
এর আগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে শহীদ স্মৃতি স্তম্ভ ,গণকবর ,বধ্যভূমি,উপজেলা প্রশাসকের কার্যালয়ের বঙ্গবন্ধু ও চেতনা চত্বর ও বঙ্গবন্ধুর মুর্যালে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, লোহাগড়া পৌরসভা, লোহাগড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বিভিন্ন দফতরসমূহ,সরকারি-বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন, মোনাজাত, গণকবর জিয়ারত করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা