১৮ বার পঠিত
পাবনায় পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার
মাসুদ রানা,পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার নাজিরগঞ্জের তারাবাড়িয়া এলাকায় পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, পদ্মা নদীতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহটি গলিত। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে কে বা কারা লাশটি ফেলে রেখে যেতে পারে। পুলিশ ঘটনা অনুসন্ধানে নেমেছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।