২৫ বার পঠিত
পাবনায় প্রায় অর্ধকোটি টাকার রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি প্রিন্স।
মাসুদ রানা, পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার কোমরপুরে প্রায় অর্ধকোটি টাকার রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। রবিবার (৯ এপ্রিল) বিকেলে স্থানীয়দের সাথে নিয়ে পর্দা উত্তোলনের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করেন তিনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আ.লীগ নেতা কামরুজ্জামান রকি, দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান আলী হাসান, দোগাছী সাংগঠনিক ইউনিয়ন (৭,৮,৯) আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সহসভাপতি মান্নান মেম্বার, উপজেলা উপসহকারী প্রকৌশলী আ: আজিজ সহ স্থানীয় আ.লীগ ও তার অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী।
উদ্বোধন শেষে এলাকাবাসীর খোঁজ খবর নেন এমপি প্রিন্স। শোনেন তাদের সুবিধা ও অসুবিধার কথা। এসময় দীর্ঘদিনের প্রত্যাশিত রাস্তা পেয়ে এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন।