নাটোরের নলডাঙ্গায় সাংসদ শিমুল এর ব্যাক্তিগত উদ্যোগে ঈদ উপহার বিতরণ।
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলায় নাটোর-নলডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপি মহোদয় ব্যাক্তিগত উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেন।
রবিবার (১৬ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, পৌরসভার কাউন্সিলর ও ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ইউঃপিঃ সদস্যগণদের মাঝে ভালো মানের পাঞ্জাবি, শাড়ী ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় এমপি মহোদয় নিজে উপস্থিত থেকে নিজ হাতে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, সহ-সভাপতি আমিনুল ইসলাম হাদু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, জেলা যুবলীগের সভাপতি বাসিউল রহমান খাঁন চৌধুরী এহিয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেনুকা হুজুর, সাধারণ সম্পাদক এড. আনজুয়ারা পারভিন রত্না, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রইচ উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান লিটন, খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সহ প্রমূখ।
উল্লেখ্য যে, নাটোর ও নলডাঙ্গায় এমন ব্যতিক্রম উদ্যোগ আগে কোনো সাংসদ নেয় নাই। সাংসদ শিমুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিদর্শনায় আমি আমার ব্যাক্তিগত উদ্যোগ গ্রহণ করেছি এবং দলীয় নেতাকর্মী সহ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। মোট ১৫০০ জনকে ঈদ উপহার বিতরণ করা হয়।
এক হাজার নেতাকর্মীকে ভালো মানের পাঞ্জাবি,শাড়ী ও ৫০০ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা