1. admin@naldangabatra.com : admin :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :

লালপুরে যুবককে অ্যাসিড নিক্ষেপ!

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
নাটোরের লালপুরে মো. কাজল (২১) নামের এক যুবককে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। গতকাল সোমবার (১৭ এপ্রিল ২০২৩) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের লোকমান হোসেনের ছেলে।
৮২ বার পঠিত

লালপুরে যুবককে অ্যাসিড নিক্ষেপ!

লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে মো. কাজল (২১) নামের এক যুবককে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। গতকাল সোমবার (১৭ এপ্রিল ২০২৩) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের লোকমান হোসেনের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে মো. কাজল নিজের জমিতে ধান কাটছিলেন। এ সময় তাঁকে অজ্ঞাতনামা তিন ব্যক্তি তাঁর শরীরে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ‘অ্যাসিডে কাজলের মুখ ও শরীর ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park