দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা জানালেন সাংবাদিক তপন দাস
তপন দাস, নীলফামারী প্রতিনিধিঃ
আসসালামুয়ালাইকুম ,❝ ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ❞
ঈদ মানে সকল গ্লানি ভুলে জীবন কে নতুনত্বের দিকে অগ্রসর হতে পারা। এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রতিবারের ন্যায় পূর্ণ একটি মাস সিয়াম সাধনার পর ঘনিয়ে আসছে উৎসব মূখর পরিবেশে, পবিত্র ঈদ উল ফিতর,যে দিবসটি অত্যান্ত ফজিলত পূর্ণ ও আনন্দময়ী।এই দিনে প্রতিটি মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি র অনুভূতি বিরাজমান। তারমধ্যে উল্ল্যেখযোগ্য যে মুসলিম উম্মাহ সারা মাস সিয়াম সাধনা করতে পেরেছে তিনিই সর্বাপেক্ষা উত্তোম, সর্বজন স্বীকৃত ও ইহকাল ও পরকালের একছত্তঅধিকারী। মহান আল্লাহ পাক তার বান্দাহর জন্য ইহকাল পরকাল আখিরাত জান্নাত ও ভয়াবহ জাহান্নামের তৈরি করে রেখেছেন। মহান আল্লাহ তায়ালার তুমি আমাদের ক্ষমা করো এবং প্রতিটি মুসলিম উম্মাহ কে তোমার ইবাদতের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন ।
সব শেষে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করছি হে আমার আল্লাহ,হে আমার রব,হে আমার প্রতিপালক,হে আমার সৃষ্টিকর্তা যদি আমাকে ক্ষমা না কর। আমাদের ক্ষমা করার কেউ নেই।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা