লালপুরে মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলা
লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে পুসান মেধাবী মুখ মিলনমেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল-২০২৩) সকালে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স আসোসিয়েশন অব নাটোর- বাংলাদেশ (পুসান) এর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, প্রধান আলোচক ছিলেন ড. মোঃ সুলতান-উল- ইসলাম উপ-উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আকতার সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রিত অধ্যাপক এবং ছাত্রছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে সদ্য ভর্তি হওয়া নাটোরের মেধাবী শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা