৫৮ বার পঠিত
আটঘরিয়ায় বিষপানে যুবকের মৃত্যু
পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়ায় পরিবারের উপর অভিমান করে দেলোয়ার হোসেন (১৮) নামে এক যুবক সান রাইজ নামক ঘ্যাস মারা বিষ প্রানে আত্মহত্যা করেছে।
সে উপজেলার চাঁদভা ইউনিয়নের শাহাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সোমবার (১ মে) বিকাল তিনটায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল পরিবারের উপর অভিমান করে সবার অজান্তে ঘ্যাস মারা বিষ পান করেন। প্রথমে তাকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আজ সোমবার বিকালে সে মৃত্যু হয়।