কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো রুপসী পাড়া ইউনিয়ন ছাত্রলীগ।
মোহাম্মদ হাসান, লামা প্রতিনিধিঃ
১০ মে ২০২৩……..লামা উপজেলার রুপসী পাড়া ইউপির ৫নং ওয়ার্ডের নুরালী মুন্সি পাড়া একজন গরিব অসহায় সুমর আলী বুড়ার পাকা ধান কেটে দিলেন লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মীরা।
বান্দরবানের লামা উপজেলায় চলতি মৌসুমের আগাম ইরি-বুরো ধান কাটা শুরু হয়েছে।ধানের বাম্পার ফলন হলেও বর্তমান পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কৃষকের লোকসান কমানোর জন্য গরীব কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগকর্মীরা নুরালী মুন্সি পাড়া এলাকার কৃষকদের ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, রুপসী পাড়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মীরা,নুরালী মুন্সি পাড়া এলাকার একজন গরিব অসহায় কৃষক সুমোর আলী বুড়ার জমির ধান কেটে দেন।রুপসী পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান ও সাধারণ-সম্পাদ, মোঃ আল-আমিন হোসেন এর নেতৃত্বে ১৫ জন ছাত্রলীগ নেতাকর্মী ধান কাটার কাজে অংশ নেন।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনার প্রতি যথাযথ সন্মান প্রদর্শন করেছেন এই মানবিক ছাত্রনেতা। শিক্ষা প্রতিষ্ঠানসহ বই,খাতা- কলম নিয়ে চলতে অভ্যস্ত এই ছাত্রনেতা কাস্তে হাতে নেমে পড়লেন মেঠো পথে কৃষকের ধান ক্ষেতে। কৃষক সুমর আলী বুড়া ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা