1. admin@naldangabatra.com : admin :
সোমবার, ০৫ জুন ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে বিদ্যুৎতায়িত ঘরে শক লেগে ২ শিশুর মৃত্যু হত্যা কি আত্নহত্যা জনমনে রহস্যের প্রশ্ন? আটঘরিয়ায় যুবকের মরদেহ উদ্ধার! আটঘরিয়ায় মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ  নড়াইলে ৪ মাসে ও উদঘাটন হলোনা শেফালী হত্যার মূল রহস্য বাগমারা’য় নানা আয়োজনে দৈনিক ইনকিলাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রংপুরে শেখ হাসিনা সেতুর সংযোগ সড়কের কয়েটি স্থান ধস! বাগমারা উপজেলায় গ্রামীন সড়ক সিসি ঢালাই উদ্বোধন গাইবান্ধা জেলা পুলিশের ত্রৈমাসিক ম্যাগাজিন পুলিশ বার্তা’র মোড়ক উন্মোচন নড়াইল জেলা পুলিশ ৩৯ টি ল্যাপটপ ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধারের স্বীকৃতিস্বরূপ আইজিপি অর্থ পুরস্কার পেল। পুলিশ সুপারের প্রত্যক্ষ তদারকিতে সাদুল্যাপুরে গুলি ভর্তি বিদেশী পিস্তল সহ যুবক আটক

পাবনায় ফেসবুকে প্রেম করে বিয়ে, পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা: ঘাতক স্বামী আটক

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হওয়া স্ত্রী মোছা. নিলুফা ইয়াসমিন হ্যাপি (২৫) মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় স্বামী রনি সরদারকে (৩২) আটক করে জেল হাজতে পাঠিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ।
১৭ বার পঠিত
পাবনায় ফেসবুকে প্রেম করে বিয়ে, পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা: ঘাতক স্বামী আটক
পাবনা জেলা প্রতিনিধিঃ  পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হওয়া স্ত্রী মোছা. নিলুফা ইয়াসমিন হ্যাপি (২৫) মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় স্বামী রনি সরদারকে (৩২) আটক করে জেল হাজতে পাঠিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ। শুক্রবার (১২ মে) সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, হ্যাপির ভাই ফরহাদুল আকন্দ মোবাইলফোনে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, হ্যাপি নেত্রকোনার উলুকান্দার মো. আব্দুল লতিফ আকন্দের মেয়ে। আর স্বামী রনি সরদার (৩২) ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া এলাকার রমজান সরদারের ছেলে। ওসি অরবিন্দ সরকার জানান, গত সোমবার (৮ মে) গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা দাবি করে হ্যাপির ভাই ফরহাদুল আকন্দ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় রনি ও তার বন্ধু পলাশকে আসামি করা হয়। এ ঘটনায় রনিকে আটক করে পাবনা জেলা হাজতে পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ফেসবুকে রনির সঙ্গে নেত্রকোনার উলুকান্দার আব্দুল লতিফ আকন্দের মেয়ে কলেজ শিক্ষার্থী হ্যাপির পরিচয় হয়। সেই পরিচয় থেকে প্রেম ও বিয়ে হয়। কিন্তু ঘরে স্ত্রী সন্তান থাকায় রনি সুকৌশলে দ্বিতীয় স্ত্রী হ্যাপিকে নিজ বাড়িতে না তুলে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুরে বাসা ভাড়া করে রাখেন। সেখান থেকেই হ্যাপি মাঝেমধ্যে তার বাবার বাড়ি নেত্রকোনায় যাতায়াত করতেন। কিন্তু হ্যাপি ভাড়া বাসায় না থেকে রনির বাবার বাড়িতে থাকার কথা বললে রনি প্রায়ই হ্যাপিকে গালাগালিসহ মারপিট করতেন। এতে হ্যাপির কাছে কিছুটা সন্দেহ হয়।
আরও জানা যায়, ঘটনার দিন দুপুর আনুমানিক ১টার দিকে হ্যাপি গোপনে রনির বাড়ির খোঁজে সাহাপুরের আওতাপাড়ায় আসে। এরপর তিনি মোবাইল ফোনে রনির সঙ্গে যোগাযোগ করেন। নিজের গোপন তথ্য হ্যাপি জেনে যাওয়ার ভয়ে তাকে আওতাপাড়া গরুর হাট সংলগ্ন রানার চায়ের দোকানে বসতে বলেন। পরে রনি তার বন্ধু পলাশকে নিয়ে হ্যাপির কাছে ওই চায়ের দোকানে আসেন। রনিকে না জানিয়ে আওতাপাড়ায় বাড়ির খোঁজে আসাকে কেন্দ্র করে হ্যাপিকে গালাগালি করতে থাকেন তিনি। এক পর্যায়ে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। তখন রনি ক্ষিপ্ত হয়ে তার বন্ধু পলাশকে দিয়ে পাশের দোকান থেকে পেট্রোল এনে হ্যাপির গায়ে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। হ্যাপির চিৎকারে আশপাশের লোকজন এসে গায়ে পানি ঢেলে হ্যাপিকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তার শরীরের প্রায় ৩২ শতাংশ আগুনে ঝলসে যাওয়ায় তাকে গত মঙ্গলবার রাতে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১২ মে) সকালে হ্যাপি মৃত্যুবরণ করেন।
ওসি আরও জানান, দগ্ধ গৃহবধূ হ্যাপির মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি অরবিন্দ আরও জানান, ঘটনা ও সংশ্লিষ্ট তথ্য বিবেচনা করে ময়নাতদন্তের প্রতিবেদন আমলে নিয়ে মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park