1. admin@naldangabatra.com : admin :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:২১ অপরাহ্ন

লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে ফের সংঘর্ষ, আহত ৭

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষে ফের সংঘর্ষে নারীসহ আরো ৭ জন আহত হয়েছেন। 
৬৯ বার পঠিত

লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে ফের সংঘর্ষ, আহত ৭

 

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষে ফের সংঘর্ষে নারীসহ আরো ৭ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ মে) দুপুর দেড়টায় উপজেলার জৌতদৈবকী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চক জৌতদৈবকী গ্রামের ইসরাইল হোসেনের একরাম (৩৫) , উজ্জল (৩০), সান্নুর আলী (২৫), মেয়ে সাবেরা (৩০), দিদার আলীর ছেলে হুজুর আলী (৫৫), তার ছেলে আলীম (১৮), সিরাজের ছেলে মেরাজ (৩৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে মামা হুজুর আলীর সঙ্গে ভাগ্নে ইসরাইলের বাড়ির জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে পুরোনো নতুন ঘর নির্মাণ নিয়ে দুইপক্ষে বাগবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের সংঘর্ষ ৬ জন আহত হয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা ভর্তি ছিলেন। বুধবার দুপুরে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে ফের উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের নারীসহ ৭ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেন।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park