1. admin@naldangabatra.com : admin :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:০০ অপরাহ্ন

পাবনায় কলেজ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ব্যবসায়ী আটক

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
পাবনা ঈশ্বরদীতে এক কলেজ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মমিন উদ্দিন (৪০) নামের ব্যবসায়ীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বৃহস্পতিবার ১৮ মে সকালে উপজেলার দাশুড়িয়ার গাফফার প্লাজায় ওই শিক্ষার্থী ফটোকপি করতে গেলে পাশের কনফেকশনারির দোকানদার তার শীলতাহানীর চেষ্টা করে। ওই শিক্ষার্থীর বাবার লিখিত অভিযোগে তাকে আটক করা হয়।
২২১ বার পঠিত

পাবনায় কলেজ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ব্যবসায়ী আটক

পাবনা জেলা প্রতিনিধিঃ

পাবনা ঈশ্বরদীতে এক কলেজ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মমিন উদ্দিন (৪০) নামের ব্যবসায়ীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বৃহস্পতিবার ১৮ মে সকালে উপজেলার দাশুড়িয়ার গাফফার প্লাজায় ওই শিক্ষার্থী ফটোকপি করতে গেলে পাশের কনফেকশনারির দোকানদার তার শীলতাহানীর চেষ্টা করে। ওই শিক্ষার্থীর বাবার লিখিত অভিযোগে তাকে আটক করা হয়।

আটক মমিন উদ্দিন দাশুড়িয়ার হঠাৎ পাড়ার জমির উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে, ওই কলেজ শিক্ষার্থী ঘটনার সময় গাফফার প্লাজার ফটোকপির দোকানে ফটোকপি করতে যায়। ফটোকপির দোকান বন্ধ থাকায় পাশের কনফেকশনারির দোকান মালিক মমিন উদ্দিন ওই শিক্ষার্থীকে তার দোকানের ভেতর বসতে বলে। শিক্ষার্থী কনফেকশনারি দোকানে গিয়ে বসে। তখন দোকানদার ওই শিক্ষার্থীর শীলতাহানীর চেষ্টা করে। শিক্ষার্থী কোন রকম দোকান থেকে বের হয়ে ফটোকপির দোকানের সামনে কান্না করতে থাকে। এসময় ফটোকপির দোকানদার এসে ওই শিক্ষার্থীকে কান্না করার কারন জিজ্ঞাসা করেন। তখন শিক্ষার্থী জানান, মমিন কনফেকশনারির দোকানদার মমিন তার শীলতাহানীর চেষ্টা করেছে।

বিষয়টি ফটোকপির দোকানদার তাৎক্ষনিক মার্কেট মালিককে জানান। মার্কেট মালিক এসে কনফেশনারির দোকান মালিককে ওই শিক্ষার্থীকে শীলতাহানীর বিষয়ে জিজ্ঞাসা করেন। তখন দোকানদার তা অস্বীকার করেন। পরে মার্কেট মালিক ওই দোকানদারের বাবা জমির উদ্দিনকে খবর দেন।গাফফার প্লাজা মার্কেট মালিক সজল মালিথা জানান, ঘটনা শুনে তিনি মার্কেটে যান। দোকানদার মমিনের বাবাকে ডেকে আনা হয় এবং মমিন শিক্ষার্থীর নিকট ক্ষমা চায় এবং মিমাংসা করে দেওয়া হয়। এরপর ওই শিক্ষার্থী ঘটনাস্থল থেকে চলে যায়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park