অভিযাত্রিকের ২২৮৮তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত
রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধিঃ
২৬ মে,শুক্রবার বিকেলে. অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, টাউনহল চত্বর, রংপুরের ২২৮৮তম সাপ্তাহিক সাহিত্য আসর সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ভালোবাসার কবি জোসেফ আখতার। আসরটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিকে নিবেদন করা হয়।
আসরে কবিতা পাঠে অংশ গ্রহন করেন, সাঈদ সাহেদুল ইসলাম, মাসুম মোর্শেদ, রফিকুল ইসলাম লিখু , তাপস মাহমুদ, ময়নুল ইসলাম, মতিয়ার রহমান, রোকসানা সিদ্দিক, জোসেফ আখতার, মাহমুদ ইলাহী মণ্ডল, কামরুজ্জামান দিশারী, কুশল রায়, রায়হান আহমেদ রিমন, রোমানুর রহমান রোমান, ধ্রুবক রাজ, মৃনাল রায়, সরকার বাবলু, সুচিত্রা স্বাধীন ও সত্যবতী রায়।আসরে উপস্থিত ছিলেন জাকির আহমদ, রেজাউল করিম জীবন, জাহিদ হোসেন, মোছাঃ জরিফা সুলতানা, পূর্ণিমা রাজ ও বাশার ইবনে জহুর।
আসরে পঠিত লেখাগুলো নিয়ে তাৎক্ষণিক গঠনমূলক আলোচনা করেন সাঈদ সাহেদুল ইসলাম। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আসরের সমাপ্তি ঘোষণা করেন। পুরো আসরটি প্রাণবন্ত উপস্থাপনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবি ও ছড়াকার মতিয়ার রহমান।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা