নড়াইলে বাবার সম্পত্তি ভাই – বোন কে দিবেনা বলে বোন ও বোনের পালিত সন্তান কে মারপিট
খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার কলেজ পাড়ার মৃত্যু: আজিম বিশ্বাসের মেয়ে সাবিনা আক্তার( ৪৫)ও তার পালিত সন্তান হাজবুল হোসেন (২৭) বেধড়ক মারপিটের শিকার।
অভিযোগ সূত্রে জানা যায়, সাবিনা আক্তার একজন বিধবা নারী, তাকে দেখা শুনা করার মতো কেহ ই নাই, আছে শুধু তার একমাত্র পালিত সন্তান হাজবুল হোসেন। হাজবুল হোসেন ১০ বছর বয়স থেকে ই লালন পালন হয় এই দুঃখিনী মা সাবিনা আক্তারের কাছে থেকে।
সাবিনা আক্তার ওই ছেলে হাজবুল হোসেন কে লোহাগড়া সরকারি পাইলট স্কুল থেকে এস এস সি ও লোহাগড়া সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা তিতুমীর কলেজ থেকে অনার্স ফাইনাল বছরে পড়ালেখা করিয়ে এ পর্যন্ত এনেছেন।সাবিনা আক্তারের কোন ছেলে সন্তান নাই, আছে শুধু মাত্র ১টি মেয়ে, মেয়েটি কে হাজবুল হোসেনের সাথে বিবাহ দেয়, ছেলে টি কে আপন করে রাখতে কিন্তু পরবর্তীতে ওই মেয়েটি হাজবুল হোসেন কে ছেড়ে অন্য একটি ছেলের সাথে চলে গিয়ে বিবাহ করে সংসার করছেন।
সাবিনা আক্তার অভিযোগ করে বলেন, আমার বাবা মারা যাওয়ার পর বাবার ওয়ারেস সূত্রে আমার ভাগের সম্পত্তির উপর ছোট্ট একটি ঘর নির্মাণ করে বসবাস করি কিন্তু আমার ভাই মইন বিশ্বাস ও বোন নাইমা আক্তার এবং বিনাজামান মিলে আমাকে ও আমার ছেলে কে বেধড়ক মারপিট করে। আমি ও আমার ছেলে চিকিৎসা সেবা নিতে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি।
থানায় অভিযোগ করেছি প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা