নলডাঙ্গায় ছাত্রলীগ কর্মী নিশানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের নলডাঙ্গা ছাত্রলীগ কর্মী নিশানের বিরুদ্ধে বানোয়াট ষড়যন্ত্র মূলক ও মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ জুন) বিকেল সাড়ে ৪ ঘটিকায় উপজেলার নলডাঙ্গা পৌরসভা কার্যলায়ের সামনে প্রধান সড়কে পৌরবাসীর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম হাদু, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোস্তফা মাসুদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নুকুল, নলডাঙ্গা উপজেলা মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মাসুদা পারভীন মামুনি সহ প্রমূখ।
উল্লেখ্য যে, গত রবিবার (০৪ জুন) রাত্রী সাড়ে ১০ ঘটিকায় উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের রহিদুল প্রামানিক এর ছেলে ছাত্রলীগ কর্মী নিশানের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলায় নিশানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে নলডাঙ্গা থানা পুলিশ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা