নলডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের(অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জুন) বিকাল ৪ ঘটিকায় নলডাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলার কালোকাশিয়া (মাধনগর ডিগ্রি কলেজ) মাঠে এ টূর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করা হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। ফাইনাল খেলায় খাজুরা ইউনিয়ন পরিষদ একাদশ ২-০ গোলে পিপরুল ইউনিয়ন পরিষদ একাদশ পরাজিত করে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাকিবুল হাসান, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, নলডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো: কাহারুল ইসলাম জয়, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন,জব্বার মৃধা, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সোহাগ সহ প্রমুখ।
খেলা শেষে বিজয়ী ও বিজিতা দলের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা