
৪৩ বার পঠিত
পাবনায় পেপার মিলের মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে পেপার মিলের মেশিনে মাথায় আঘাত পেয়ে রিক্ত হোসেন (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সাঁড়ার সিবেলহাট এলাকায় মল্লিক পেপার মিলসে এ ঘটনা ঘটে। রিক্ত ঈশ্বরদী পৌরসভার সাঁড়াগোপালপুর এলাকার জাইদুল ইসলামের ছেলে।
মল্লিক পেপার মিলস সূত্রে জানা গেছে, রিক্ত প্রতিদিনের মতো কাগজ কলের রিয়ান্ডার মেশিনে কাজ করছিল। এ সময় মেশিনের বেল্টে মাথায় আঘাত পেয়ে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মল্লিক পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক সাহাবুদ্দিন মল্লিক নান্নু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকের পরিবারকে আমরা যথোপযুক্ত সহায়তা প্রদান করবো।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।