1. admin@naldangabatra.com : admin :
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় প্রতিবন্ধী মিঠুনকে পিটিয়ে আহত করে ভ্যানগাড়ী ছিনতাই হবিগঞ্জের বানিয়াচংয়ে মেধা বিকাশ স্কুলের দশম শ্রেনীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার। পুঠিয়ায় অবৈধ মাটি উত্তোলনে কারণে জরিমানা,ও ৪টি ভেকু জব্দ ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে- এমপি এনামুল। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা, স্বল্প সময়ের মধ্যে প্রধান আসামি গ্রেফতার। ফুলবাড়ীতে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীর সংবাদ সম্মেলন। মসজিদের ফ্যান বন্ধ করায় বৃদ্ধ মুসল্লীকে মারধর..অতঃপর! হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেছেন-নুরুজ্জামান বিশ্বাস এমপি। নাটোরের বাগাতিপাড়ায় আখক্ষেত থেকে বাদাম বিক্রেতার মরদেহ উদ্ধার।

পবিত্র ঈদ – উল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে, RAB, পুলিশ, ও সাংবাদিক।

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
পটুয়াখালী RAB, পুলিশ, D Bপুলিশ, ও সাংবাদিক পটুয়াখালী জেলার, সুপার কর্মকর্তার পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে, শ্রী মিশুক চন্দ্র ভুইয়া, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকা সাংবাদিক পটুয়াখালী জেলা প্রতিনিধি, শ্রী মিশুক চন্দ্র ভুইয়া, গলাচিপা উপজেলা (ওসি) শ্রী শোনিত গায়েন, পটুয়াখালী জেলার RAB অফিসার ও ইনচার্জ। ও কমিটির, শ্রেণির নিরপেক্ষ জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকা সংস্থা ও, MCB নিউজ মিডিয়া ইউটিউব, ও আই পি টিভি চ্যানেল, BS TV জেলা প্রতিনিধি , শ্রী মিশুক চন্দ্র ভুইয়া। পটুয়াখালী জেলার RAB অফিসার ইনচার্জ।
১২৫ বার পঠিত

পবিত্র ঈদ – উল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে, RAB, পুলিশ, ও সাংবাদিক।

 

নিজস্ব প্রতিবেদকঃ

পটুয়াখালী RAB, পুলিশ, D Bপুলিশ, ও সাংবাদিক পটুয়াখালী জেলার, সুপার কর্মকর্তার পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে, শ্রী মিশুক চন্দ্র ভুইয়া, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকা সাংবাদিক পটুয়াখালী জেলা প্রতিনিধি, শ্রী মিশুক চন্দ্র ভুইয়া, গলাচিপা উপজেলা (ওসি) শ্রী শোনিত গায়েন, পটুয়াখালী জেলার RAB অফিসার ও ইনচার্জ। ও কমিটির, শ্রেণির নিরপেক্ষ জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকা সংস্থা ও, MCB নিউজ মিডিয়া ইউটিউব, ও আই পি টিভি চ্যানেল, BS TV জেলা প্রতিনিধি , শ্রী মিশুক চন্দ্র ভুইয়া। পটুয়াখালী জেলার RAB অফিসার ইনচার্জ।

 

কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আয্হা- এ দু’টি ঈদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল ফিতর ও ঈদুল আয্হা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।

ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে।পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে। ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। ‘‘প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷ঈদুল আয্হা উপলক্ষ্যে আমি শ্রী মিশুক চন্দ্র ভুইয়া দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আযহা উদযাপন করা ও ঈদুল আযহার শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়ন করেন এবং সকলকে যেন মহান আল্লাহ হেফাজত রাখেন । ঈদ-উল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা।গলাচিপা থানার অফিসার ইনচার্জ ( ওসি)শ্রী শোনিত গায়েন।

সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভুইয়া, আরও বলেন, আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় এগিয়ে আসি । দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেফাজত করেন। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি৷
ঈদ মোবারক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park