1. admin@naldangabatra.com : admin :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:০৫ অপরাহ্ন

রাসিক নির্বাচনে তৃতীয় লিঙ্গের প্রথম কাউন্সিলর সাগরিকা।

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জয়ী হয়ে চমক দেখালেন তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা। সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি।
১৬৯ বার পঠিত

রাসিক নির্বাচনে তৃতীয় লিঙ্গের প্রথম কাউন্সিলর সাগরিকা।

 

গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধি:

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জয়ী হয়ে চমক দেখালেন তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা। সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি।

রাসিকের ৭ নম্বর জোন (১৯, ২০, ২১ নম্বর ওয়ার্ড) থেকে আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ২৬৩ ভোট পেয়ে বিজয় লাভ করেন সাগরিকা। তিনি ‘দিনের আলো হিজড়া সংঘ’ এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাগরিকা নগরীর শাহ মখদুম থানার শিল্পীপাড়া এলাকার বাসিন্দা। বাবা-মায়ের চার সন্তানের একজন তিনি। তার বাবা মারা গেছেন। আর মা বর্তমানে বোনের কাছে থাকেন। তিনি মাঝেমধ্যে বাড়িতে যান ও মায়ের ভরণপোষণের দায়িত্ব পালন করছেন।

জানা যায়, তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় নবম শ্রেণির গণ্ডি পেরোনোর সুযোগ হয়নি সাগরিকার। সহপাঠীদের নানা টিপ্পনির কারণে স্কুল ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। এক পর্যায়ে ভাগ্যের নির্মমতায় ছাড়তে হয় পরিবার ও বাবা-মাকেও। সেই থেকেই শুরু তার সংগ্রামী জীবনে। জীবনভর নানা তিক্ত অভিজ্ঞতা কাটিয়ে সেবা করতে চান জনগণের।

ফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সাগরিকা বলেন, আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমার নির্বাচনী এলাকায় যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করব। ওয়ার্ডে গরিব রোগীদের জন্য অ্যাম্বুলেন্স দেওয়া ও ২৪ ঘণ্টা সেবার জন্য হটলাইন নম্বর খোলা এর মধ্যে অন্যতম। আমি কাজ করব, সবাইকে পাশে চাই।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park