1. admin@naldangabatra.com : admin :
বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত তিস্তা বেষ্টিত রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ভয়াবহ বন্যার সতর্কতা জারি আতংকে তিস্তা পাড়ের মানুষ। রংপুরের ১৪ দিনের নবজাতককে নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন- কুমারী মাতা। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ অন্ধকারে ফিরে যাবে, আ স ম জাওয়াদ সুজন। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করলেন নবাগত ইউএনও-মাহবুবুর রহমান। নাটোরের নলডাঙ্গায় ৩ হাজার ৭০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুরু আটঘরিয়ায় পাটবীজ উৎপাদনকারি চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের আমলে হবে- পাবনার লক্ষ্মীপুরে পথসভায় গালিব। নওগাঁর মান্দায় নির্মাণের ১ বছর না যেতেই ধসে পড়েছে কালভার্ট! চাকুরীতে মুক্তিযোদ্ধা কোটা পু:বহালের দাবিতে আটঘরিয়ায় স্মারক লিপি প্রদান।

বাগমারা’য় কৃষকদের বিনামূল্যে কৃষি প্রনোদনার উদ্বোধন করলেন- এমপি এনামুল

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
রাজশাহীর বাগমারায় বিনামূল্যে কৃষি প্রনোদনার উদ্বোধন করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ, ২০২৩-২৪ মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, সার ও অন্যান্য উপকরণ সহ আমন ধানের বীজ (উফশী) ও সার এবং আমন ধান (হাইব্রিড) বীজ বিনামূল্যে৷ বিতরণ করা হয়েছে।
১৩৭ বার পঠিত

বাগমারা’য় কৃষকদের বিনামূল্যে কৃষি প্রনোদনার উদ্বোধন করলেন- এমপি এনামুল

মো: জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাগমারায় বিনামূল্যে কৃষি প্রনোদনার উদ্বোধন করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ, ২০২৩-২৪ মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, সার ও অন্যান্য উপকরণ সহ আমন ধানের বীজ (উফশী) ও সার এবং আমন ধান (হাইব্রিড) বীজ বিনামূল্যে৷ বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাকলাইন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কৃষি প্রনোদনার উদ্বোধন করেন রাজশাহী- ৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

বিশেষ অতিথি হিসাবে বক্তর‌্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক, সোনাডাঙ্গার চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল-রানা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও সুবিধাভোগী কৃষকরা। প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫ হাজার ৫শ ৫০ জন কৃষকের মাঝে উফশী জাতের রোপা আমন ধানের ৫ কেজি করে ধান প্রত্যেক কৃষককে ও ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি সার বিতরণ করা হয়। এছাড়া গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ৩৩০ জন কৃষককে ১ কেজি করে পিঁয়াজের বীজ এবং একই পরিমান সার প্রদান করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park