ফুলবাড়ী পৌরসভার ৫৮ কোটি ৬১ লক্ষ ৩৭ হাজার ৩৫২ টাকার বাজেট সভা
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের ৫৮ কোটি ৬১ লক্ষ ৩৭ হাজার ৩৫২ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
গতকাল (২৭ জুন) মঙ্গবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী পৌরসভার সভাকক্ষে আশরাফ পারভেজ এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন এবং বাজেট ঘোষনা করেন ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। এর পর বাজেটের বিস্তারিত বর্ণনা দেন পৌরসভার কোষাধ্যক্ষ শেখ সাহার আলী। রাজস্ব খাতের আয় ও ব্যয় তুলে ধরেন ফুলবাড়ী পৌরসভার প্রধান প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মাদ আলী, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাউন্সিলর হারান দত্ত। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, হাসানুর রহমান, মমতাজুর রহমান পারভেজ, সৈয়দ সামিউল ইসলাম সোহেল, মোঃ মাজেদুর রহমান, আব্দুল মজিদ মন্ডল, মোঃ আতাউর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ বাবলী আরা, মোছাঃ রেবেকা সুলতানা, মোছাঃ তনজু আরা ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা