জমি জমা সংক্রান্ত বিবাদে ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের খড়ের পালায় আগুন
আমিরুল ইসলাম কবির, স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে জমি জমা সংক্রান্ত বিবাদে ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের খড়ি ঘর ও গো খাদ্যের খড়ের পালায় (পলের পুঞ্জ) এ আগুন লাগিয়ে দেয়ায় থানায় অভিযোগ।
অভিযোগ সূত্রে ও সরেজমিনে প্রকাশ,পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন মোল্লা বলেন বেশ কিছুদিন যাবত জমি জমা সংক্রান্ত বিবাদ লেগে আছে। আমাদের সন্দেহ শত্রুতার জের ধরে ২৮ শে জুন ঈদের আগের দিন রাত প্রায় ১১ টার দিকে আমার বসতবাড়ি সংলগ্ন দক্ষিণ পাশে খড়ের ঘর ও খড়ের পালাসহ আমার প্রতিবেশী ছোট ভাই আয়নাল হক,চাচাতো ভাই ছলেমান মিয়াদের খড়ের পালা গো খাদ্য পলের পুঞ্জে আগুন লাগিয়ে দেয় আমার আপন ছোট ভাই ময়নুল হক ও তার ছেলে মেহেদী হাসান।
তিনি আরো বলেন,ব্যবসার কাজে আমরা সবাই শহরে ব্যস্ত থাকার সুযোগে এই কাজ করে শত্রু পক্ষরা। পাড়া-প্রতিবেশী খড়ের পালায় আগুন দেখে ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এতে প্রায় আমাদের ১ (এক) লক্ষ টাকার ক্ষতিসাধন হয়।
তবে অভিযুক্ত ময়নুল হক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে আলহাজ্জ্ব জয়নাল আবেদীন শনিবার রাতে পলাশবাড়ী থানায় একখানা অভিযোগ দাখিল করেছেন। পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা