1. admin@naldangabatra.com : admin :
বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত তিস্তা বেষ্টিত রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ভয়াবহ বন্যার সতর্কতা জারি আতংকে তিস্তা পাড়ের মানুষ। রংপুরের ১৪ দিনের নবজাতককে নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন- কুমারী মাতা। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ অন্ধকারে ফিরে যাবে, আ স ম জাওয়াদ সুজন। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করলেন নবাগত ইউএনও-মাহবুবুর রহমান। নাটোরের নলডাঙ্গায় ৩ হাজার ৭০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুরু আটঘরিয়ায় পাটবীজ উৎপাদনকারি চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের আমলে হবে- পাবনার লক্ষ্মীপুরে পথসভায় গালিব। নওগাঁর মান্দায় নির্মাণের ১ বছর না যেতেই ধসে পড়েছে কালভার্ট! চাকুরীতে মুক্তিযোদ্ধা কোটা পু:বহালের দাবিতে আটঘরিয়ায় স্মারক লিপি প্রদান।

হবিগঞ্জে বানিয়াচংয়ের এক মাদ্রাসা ছাত্রকে শিক্ষকের অমানবিক নির্যাতন

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩
হবিগঞ্জের একটি মাদ্রাসায় ছাত্রকে অমানবিক নিষ্ঠুর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।অভিযুক্ত শিক্ষকের নাম হাফেজ ক্বারী ফয়েজ আহমদ। বর্তমানে ওই শিক্ষক মাদরাসা থেকে পালিয়েছেন বলে অবিভাবকরা জানিয়েছেন।
২৬৪ বার পঠিত

হবিগঞ্জে বানিয়াচংয়ের এক মাদ্রাসা ছাত্রকে শিক্ষকের অমানবিক নির্যাতন।

আকিকুর রহমান রুমন, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

হবিগঞ্জের একটি মাদ্রাসায় ছাত্রকে অমানবিক নিষ্ঠুর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।অভিযুক্ত শিক্ষকের নাম হাফেজ ক্বারী ফয়েজ আহমদ। বর্তমানে ওই শিক্ষক মাদরাসা থেকে পালিয়েছেন বলে অবিভাবকরা জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ জুলাই) দিবাগত রাত ৮ টায় হবিগঞ্জ উত্তর শ্যামলী মাদরাসা তাহমিদুল কুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ নামক প্রতিষ্ঠানে।নির্যাতিত ছাত্র মো:সিয়াম আহমেদ সৌরভ (১১)সে হবিগঞ্জ মাদরাসা তাহমিদুল কুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ নামক প্রতিষ্ঠানের হিফজ বিভাগের ছাত্র।ইতিমধ্যে সে ৫ পাড়া কুরআন সবক সম্পন্ন করেছে।মাদ্রাসা ছাত্র সিয়াম বানিয়াচং উপজেলার গরীব হোসেন মহল্লার মালদ্বীপ প্রবাসী সাইদুর রহমানের পুত্র।নির্যাতিত ছাত্র সিয়াম আহমেদ সৌরভ জানায় ফয়েজ হুজুর আমাকে অনেক দিন মারপিট করেছেন। দুইমাস পূর্বে আমার বাবার সাথে মোবাইল ফোনে আলাপের দায়ে হুজুর আমাকে মারপিট করেন।তারপর ওই রাতে বারবার মারপিট করায় আমি মাদরাসায় দুইমাস যাবত যাইনি।শুক্রবারে হুজুর আমাদের বাড়িতে এসে আমার মাকে ফুসলিয়ে আমাকে আবার নিয়ে যান।
আমার দুই ফুফাতো ভাই আমাকে মাদরাসায় হুজুরের নিকট সমজিয়ে দিয়ে তারা চলে আসার পরপরই ফয়েজ হুজুর আমাকে মারতে থাকেন।

পরের দিন আমি পালিয়ে আসি।এব্যাপারে ওই ছাত্রের ফুফাতো ভাই মো: রাহুল হোসেন জানান,যে মারপিট করছে ফয়েজ হুজুর তা মানুষ মানুষকে এভাবে মারতে পারেনা।নির্যাতিত ছাত্র সিয়াম আহমেদর নানা বৃদ্ধ নুরুজ্জামান মিয়া জানান,মাদ্রাসায় গিয়ে ওই ফয়েজ হুজুরকে পাইনি। শুনেছি তিনি মাদ্রাসার প্রিন্সিপাল।প্রিন্সিপালের বিচার করার মত কোন লোক পাইনি।এখন আমরা কার কাছে বিচার চাইবো।ছাত্রের মা শিবলী আখতার বলেন,আমি ওই হুজুর নামক কসাইর বিচার চাই।

এব্যাপারে অভিযুক্ত শিক্ষক ফয়েজ আহমদের মোবাইল ফোনে যোগাযোগ করে মোবাইলটি বন্ধ পাওয়া গেছে।মাদরাসার ক্যালেন্ডারে দেওয়া একটি মোবাইল নম্বরে (০১৭১০৫১৩০৬৭) যোগাযোগ করা হলে নিজের নাম প্রকাশে অস্বীকার করে ওই ব্যাক্তি জানান,ছাত্রের পরিবারের সাথে বিষয়টি সমাধান হয়েছে।ওই ব্যাক্তি পুনরায় বলেন হুজুরের মান সম্মান বিবেচনা করে সংবাদটি প্রকাশ না করার জন্য অনুরোধ জানান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park