1. admin@naldangabatra.com : admin :
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে কোদাল দিয়ে কুপিয়ে পিতাকে, ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার পাষন্ড ছেলে। নৌকা মনোনীত প্রার্থী “আবুল কালাম আজাদকে”ফুলেল শুভেচ্ছা জানান বাগমারাবাসী। কেউ ঠান্ডায় জবুথবু তবুও রুই, কাতলা, বোয়াল, চিতল, শোল, গজার মাছ ধরতে রুহুল বিলে হাজারো মানুষ ভিড়। নওগাঁয় রাস্তার পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার। নওগাঁর আত্রাই ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে সংলাপ সভা অনুষ্ঠিত শিশু শিক্ষায় জাগ্রত বেঙ্গল স্টার এ্যাওয়ার্ড পাচ্ছেন আবেদ আহমেদ। শার্শা প্রেসক্লাব নবনির্বাচিত কমিটির সদস‍্যবৃন্দকে ফুলের শুভেচ্ছা বাগমারা’য় দলীয় এমপি প্রার্থী (আবুল কালাম আজাদ) এর মনোনয়ন ফরম উত্তোলন। দলীয় মনোনয়ন বঞ্চিতদের সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করতে উৎসাহ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। রাজশাহীর দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে নারী আ’ত্মহ’ত্যা, ও মরদেহ দেখতে গিয়ে প্রতিবেশী আরেক নারীর মৃত্যু!

নওগাঁয় ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
নওগাঁয় ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৩জন সদস্য গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। 
১২৫ বার পঠিত
নওগাঁয় ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার।
গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৩জন সদস্য গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।
আজ মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে ডিবি পুলিশ থেকে পাঠানো এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ পরিদর্শক মোঃ হাশমত আলী। এর আগে গত সোমবার দিনব্যাপী অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক হাসমত আলীর নেতৃত্বে এসআই মোঃ মামুনুর রশিদসহ ডিবি পুলিশের একটি চৌকষ দল অভিযানটি পরিচালনা করেন।
প্রেস রিলিজের বরাত দিয়ে হাসমত আলী বলেন, নওগাঁ জেলার বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া যাচ্ছিলো। এরপর চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চুরির সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার তৎপরতা বৃদ্ধি করা হয়। জেলা হতে চুরি করা মোটরসাইকেল জেলার বিভিন্নস্থানে কম মূলে বিক্রয় করে আসছিল একটি চক্র। পৌরশহরের দয়ালের মোড় কাঁচা বাজার এলাকায় চোরাই মোটরসাইকেল বেচাকেনা হচ্ছে এমন সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জনাব গাজিউর রহমান এর পরিকল্পনায় তাদের গ্রেপ্তারের জন্য গত সোমবার ভোরের দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৌরশহরের খাস নওগাঁ (চক ইলাম) এলাকার মৃত মেহের আলীর ছেলে এসএম গোলাম রাব্বানী ওরফে লাল চাঁন (৩৫) ও চক মুক্তার এলাকার রাজু মিয়ার ছেলে রবিউল আওয়াল (২৩)কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে পার নওগাঁ শান্তিনগর এলাকার ফজলু মিয়ার ছেলে নাহিদ হাসান (২৫)কে গ্রেপ্তার করা হয়। এসময় ধৃত নাহিদ হাসান এর হেফাজতে থাকা আরো দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। এরপর সকল আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে থাকা ও বন্ধক রাখা আরো দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানে মোট ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং তিন জনকে গ্রেপ্তার করা হয়। তারা সকলেই চোর চক্রের সত্রিয় সদস্য। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park