বাগমারা হামিরকুৎসায় অষ্টম শ্রেণীর ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
মো: জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের কোনাবাড়িয়া গ্রামের অষ্টম শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত ওই স্কুল ছাত্রীর নাম মিম খাতুন। সে কোনাবাাড়িয়া গ্রামের আব্দুর রশিদ এর মেয়ে। জানা যায়, কোনাবাড়িয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী মিম বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে নিজ রুমে ঘুমিয়ে পড়ে।
শুক্রবার (১৪জুলাই) সকাল দশটা পর্যন্ত দরজা না খোলায় পরিবারের লোকজন তাকে ডাকতে থাকে। তার কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় মিম কে ঘরের তীরের সঙ্গে ওরনা পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে সেখান থেকে নামিয়ে নেয়। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষনা করে।পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, কি কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। তবে সে মানসক ভাবে অসুস্থ ছিল বলে জানা গেছে । পুলিশ জানায়, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় দাফন সম্পন্ন হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা