1. admin@naldangabatra.com : admin :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৭ অপরাহ্ন

পাবনায় অটোরিকশার ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ৩

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে আথাইলশিমুল নামক স্থানে অটোরিকশার ধাক্কায় ২য় শ্রেণির ছাত্র সহি হোসেন (৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে।  এসম ৩ জন যাত্রী আহত হয়েছে। নিহত সহি আথাইল শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র এবং খয়ের বাড়ী গ্রামের ফুরকান আলীর ছেলে। 
১৩৩ বার পঠিত

পাবনায় অটোরিকশার ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ৩

মাসুদ রানা, পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে আথাইলশিমুল নামক স্থানে অটোরিকশার ধাক্কায় ২য় শ্রেণির ছাত্র সহি হোসেন (৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে।  এসম ৩ জন যাত্রী আহত হয়েছে। নিহত সহি আথাইল শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র এবং খয়ের বাড়ী গ্রামের ফুরকান আলীর ছেলে।
ওই দিন সহি দুপুরে স্কুল ছুটি হওয়ার পর রাস্তা পার হচ্ছিলেন।  এসময় দ্রুত গামী একটি অটোরিকশা সহিকে সজোরে ধাক্কা দিলে পাশে একটি খাদে পড়ে যায়।  অটোরিকশাটিও তার ছিটকে পড়ে। পরে আশপাশের লোকজন সহিকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park