মোমিনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে তোতা প্যানেল বিজয়ী!
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন আজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে ১২ জন পুরুষ ও ৩ জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এ নির্বাচনে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন। এদের মধ্যে লিটন মুন্সি ১২৬ ভোট পেয়ে প্রথম, মোঃ সিরাজ উদ্দিন ১২৩ ভোট পেয়ে দ্বিতীয়, মো: শুকুর আলী ১২১ ভোট পেয়ে তৃতীয়, মোঃ আল কামাল ১১৬ ভোট পেয়ে চতুর্থ ও সংরক্ষিত নারী সদস্য মো: হাওয়া বেগম ১১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
উল্লেখ্য, মোমিনপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৩২৭ জন ও ভোট কাষ্ট হয়েছে ২৮৭। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনসারী।
এসময় উপস্থিত ছিলেন, মোমিনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজিজুল হক, সহকারী শিক্ষকবৃন্দ,সকল অভিভাবকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ!
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা