নড়াইলে ছাত্রদের বলাৎকার হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষক জেলহাজতে
খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে মাদ্রাসা ছাত্রদের বলাৎকার হয়রানির দায়ে অভিযুক্ত এক শিক্ষককে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। সদর থানায় দায়ের হওয়া মামলায় সিরাজুল ইসলাম নামে গ্রেফতারকৃত শিক্ষককে পুলিশ মঙ্গলবার (১আগষ্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে সোপর্দ করলে আদালত অভিযুক্তকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
পুলিশ জানায়, নড়াইল সদর উপজেলার আগদিয়া জামিয়া ইসলামিয়া রউফিয়া কওমী মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম বেশ কিছু দিন যাবত মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের (বলাৎকার)যৌন নিপিড়ন করে আসছিল। শিশুরা এতো দিন ভয়ে নিপিড়ন সহ্য করে আসলেও শিক্ষকের অত্যচারে অতিষ্ট এক শিক্ষার্থী সোমবার (৩১ জুলাই) বাড়িতে গিয়ে বিষয়টি স্বজনদের জানানোর পরে শিক্ষক সিরাজুলের অপকর্ম এলাকায় জানাজানি হয়। এর পরই নিপিড়নের শিকার অন্যান্য শিশুরাও একেএকে মুখ খোলে।
খবর পেয়ে পরে পুলিশ গিয়ে ঐ লম্পট শিক্ষককে আটক করে। পরে ভূক্তভোগী শিশুর অভিভাবক ঐ শিক্ষকের বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। ঐ মামলায় গ্রেফতারকৃত শিক্ষক সিরাজুল কে মঙ্গলবার (১আগষ্ট) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে সোপর্দ করলে আদালত অভিযুক্তকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা