1. admin@naldangabatra.com : admin :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:২৪ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা।

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
পাবনার ঈশ্বরদীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২ আগস্ট) দুপুরে পৌর শহরের রেলগেট ও বাজার এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি।
১১০ বার পঠিত
পাবনার ঈশ্বরদীতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা।
পাবনা প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২ আগস্ট) দুপুরে পৌর শহরের রেলগেট ও বাজার এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি।
এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এক ফার্মেসি মালিককে ২০ হাজার, কনফেকশনারি মালিককে হাজার ও মুদি ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় শহরের রেলগেটের আল-মদিনা ফার্মেসিতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা, সোহেল কনফেকশনারিতে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রির অভিযোগে দুই হাজার ও মূল্য তালিকা না থাকায় পুরাতন বাজার মুদি দোকানদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা করা হয়।
এ বিষয়ে মাহমুদুল হাসান রনি বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্য সামগ্রী মানবদেহের জন্য ক্ষতিকর। সেজন্য ফার্মেসি ও কনফেকশনারি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দোকানে মূল্য তালিকা না টাঙিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে এক মুদি দোকানদারকে জরিমানা করা হয়েছে।
Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park