গাইবান্ধায় আশামনি নামে ৮ম শ্রেণীর এক ছাত্রী নিখোঁজ,থানায় জিডি।
আমিরুল ইসলাম কবির, স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নের আশামনি খাতুন নামে ৮ম শ্রেণীর এক ছাত্রী হারিয়েছে। নিখোঁজ আশামনি পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের আশরাফুল ইসলাম ও রুবিনা বেগম দম্পতির কন্যা।
ওই ছাত্রী আমলাগাছী ডি ইউ বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত ৷
তার উচ্চতা ৫’ ফিট গায়ের রং শ্যামলা এবং গায়ের গড়ন হালকা পাতলা। তার জন্ম তারিখ- ১-১-২০১০ ইং। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিলো কলিজা রংয়ের বোরখা ৷ এ ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়েছে ৷ জিডি নং-১৪৫৪ তাং- ৩১-৭-২৩।
উল্লেখ্য,গত ২৯ জুলাই শনিবার সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে সে আর বাসায় ফেরেনি। কোন সহৃদয়বান ব্যক্তি আশামনির সন্ধান পেলে তার পিতা আশরাফুল ইসলাম ০১৯১৬~৮৪০৮১২ এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা